আমাদের গ্রহটি আমাদের সৌরজগতের মধ্যে একমাত্র বসবাসযোগ্য গ্রহ এখনো পর্যন্ত। আমাদের পৃথিবী নিয়ে কিছু তথ্য নিয়েই সুন্দর এই ইনফোগ্রাফিক –
বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে, আমাদের পৃথিবীর বয়স ৪৫.৫ বিলিয়ন বছর।
গ্রহটির প্রোফাইল
ভরঃ ৫,৯৭২,১৯০,০০০,০০০,০০০ বিলিয়ন কেজি
নিরক্ষীয় ব্যাসঃ ১২,৭৫৬ কি.মি.
মেরুর ব্যাসঃ ১২,৭১৪ কি.মি.
নিরক্ষীয় পরিধিঃ ৪০,০৩০ কি.মি.
কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
১। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে ৮.২০ সেকেন্ড সময় নেয়।
২। পৃথিবী তার অক্ষ বরাবর প্রতি ঘণ্টায় ১,০০০ মাইল বেগে ঘূর্ণায়মান।
৩। পৃথিবীর পৃষ্ঠের ১৫৫.৬ মিলিয়ন বর্গ কি.মি. জায়গাই পানি দ্বারা পরিপূর্ণ।
৪। পৃথিবীই হল সৌরজগতের একমাত্র গ্রহ যার নাম পৌরোণিক ঈশ্বরের নামে নামকরণ করা হয়নি।
৫। কেউ যদি পৃথিবীর মধ্য দিয়ে একটি টানেল করে এবং সেটিতে ঝাঁপ দেয়, তাহলে ওপারে পৌঁছাতে তার ৪২ মিনিট সময় লাগবে।
Article Categories:
ইনফোগ্রাফিক