সক্রেটিস প্রাচীন গ্রিক দার্শনিক। এই মহান দার্শনিকের সম্পর্কে তথ্য লিখিতভাবে পাওয়া যায় কেবল মাত্র তাঁর শিষ্য প্লেটো-র ডায়ালগ এবং সৈনিক জেনোফন এর রচনা থেকে। তৎকালীন শাসকদের কোপানলে পড়ে তাঁকে হেমলক বিষ পানে মৃত্যুদন্ড দেয়া হয়। তাঁর জন্ম খ্রিস্টপূর্ব ৪৭০ এবং মৃত্যু দিবস খ্রিস্টপূর্ব ৩৯৯।
অর্থ হতে সদগুণ জন্মে না বরং অর্থ ও অন্যান্য কাম্য বিষয় সদগুণ থেকেই গ্রহণ করে।
যে ব্যক্তি অসৎ ব্যক্তির পেছনে ঘুরে, সে সত্যিই করুণার পাত্র।
অন্যায় করে লজ্জিত না হওয়াটা আর এক অন্যায়।
সত্যপ্রীতি বিজ্ঞতার লক্ষণ।
শিয়ালের মতো একশত বছর জীবন ধারণের চেয়ে সিংহের মতো একদিন বাঁচাও ভালো।
যৌবনকালে অর্ধেক খাও, আর অর্ধেক সঞ্চয় কর। যৌবনের সঞ্চয় বৃদ্ধকালের অবলম্বন।
মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয়।
বন্ধুত্ব গড়তে ধীরগতি হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো।
যার টাকা আছে তার কাছে আইন খেলা আকাশের মত, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়শার জালের মত।
শৈশবে লজ্জা, যৌবনে ভারসাম্য এবং ব্যয় সংকোচন ও দূরদর্শিতার প্রয়োজন।